২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। শিক্ষার মাধ্যমে কয়টি স্বাধীনতা অর্জিত হয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৯। শিক্ষার আসল কাজ কী ?
ক) শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা
খ) মূল্যবোধ সৃষ্টি
গ) অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেয়া
ঘ) জ্ঞান দান
১০। মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ কোনটি?
(ক) সুখ (খ) শ্রীমতী
(গ) দুঃখ (ঘ) সত্যাসত্য
১১। ‘আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানাপানি পাওয়ার লোভে?’ এখানে মানুষের জীবনের কোন দিকটি তুলে ধরা হয়েছে?
ক) মানুষ অর্থের নিগড়ে বন্দী
খ) খাঁচার পাখি মুক্তি চায়
গ) জগতে অর্থ প্রয়োজনীয়
ঘ) প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়
১২। তাই দুই দিক থেকে কাজ চলা দরকার, দিক দু’টি হলো-
i) আত্মিক মুক্তি
ii) মনুষ্যত্বের আহ্বান
iii) অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
ক) ক্ষুৎপিপাসার চেতনা
খ) মনের মালিক হওয়া
গ) মনুষ্যত্ব বোধের ধারণা
ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ
১৪। অর্থসাধনা জীবনসাধনা নয়, কারণ-
i) অর্থচিন্তা থেকে মুক্তি নেই
ii) মনুষ্যত্ব লোকের সম্মানই আসল
iii) জীবন মানবসত্তা ও জীবসত্তার সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। আমাদের প্রকৃত অবনতি কে দেখিয়ে দিচ্ছে ?
ক) বিবেক খ) শিক্ষা
গ) চোখ ঘ) শিক্ষিত সমাজ
উত্তর : ৮. খ, ৯. খ, ১০.ক, ১১.ঘ, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫. ক।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’ গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের

সকল